সিএসইতে লেনদেন ৭.০৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ৩ এপ্রিল, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রবিবার লেনদেন হয়েছে ৭.০৬ কোটি টাকা। ৩,১০৪টি লেনদেনের মাধ্যমে মোট ১৭.৭৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৯.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৩১৮.২৭ পয়েন্টে। সিএসই৫০ মূল্যসূচক ০.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩১৪.৩০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ২.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৫১.৩৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল যা হলো ১,৫৯৮.৪৬ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৮,৭১৯.০২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১২,৮২৪.৩৭ কোটি টাকায়। সিএসইতে ৬২৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৩৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫২ টির, কমেছে ১৯টির আর অপরিবর্তিত রয়েছে ৬৬ টির ।

পূর্ববর্তী নিবন্ধরাইজিং স্টারকে লজ্জায় ডুবিয়ে রানার্স আপ বন্দর ক্রীড়া সংস্থা
পরবর্তী নিবন্ধযুদ্ধ কেড়ে নিয়েছে ইউক্রেইনের ২৬২ অ্যাথলেটের প্রাণ