সিএসইতে লেনদেন ৬.৯৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ৬.৯৭ কোটি টাকা। ৩,২৭৮ টি লেনদেনের মাধ্যমে মোট ১৮.৪৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৩.৮৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৬৫০.৪৪ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৭৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৫.৫২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.৮৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৭০.৬৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ২৮.৮৮ পয়েন্ট কমেছে, যা হলো ২,০৮৭.৪৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৬৬,৯১০.৭০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪২৫,৩৭৭.২৯ কোটি টাকা। সিএসইতে ৬২৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫১ টির, কমেছে ৫২ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৩ টির ।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ফুটবলে পয়েন্ট হারিয়ে শুরু মুক্তিযোদ্ধার
পরবর্তী নিবন্ধআফ্রিকায় ফ্রান্স বিরোধী সাহেল নিরাপত্তা জোট