চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৬.৯৪ কোটি টাকা। মোট ২,২২৯টি লেনদেনের মাধ্যমে মোট ৩৯.৭৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১.৮০ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৫৬৭.৪৩ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ০.২৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১০.১২। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ২.৬২ পয়েন্ট কমেছে, যা হলো ৯৩৮.৮৭ পয়েন্ট। সিএসই এসমেঙ ইনডেক্স গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,০৬৪.১৯ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৮,৭৯২.৪২ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬২,৪৭৮.৬৭ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৩টির। এর মধ্যে দাম বেড়েছে ৮৬টির, দাম কমেছে ৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টির।