চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি–এ আজ লেনদেন হয়েছে ৬.৯৪ কোটি টাকা । মোট ১,৯৩০ টি লেনদেনের মাধ্যমে মোট ১৭.৫৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৩.২৩ পয়েন্ট কমেছে, যা হলো ১৮,৬০৫.৭৪ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১.৪১ পয়েন্ট কমেছে, যা হলো ১,৩০৮.১৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.০৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৭৪.০২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,১২৬.৫৮ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৬৬,৬৩০.২৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪২৫,৫২৭.২৯ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬০ টির, এর মধ্যে দাম বেড়েছে ২০ টির, কমেছে ৬৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৭৬ টির।