সিএসইতে লেনদেন ৬.৮৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ২৮ এপ্রিল, ২০২৫ at ১১:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ৬.৮৩ কোটি টাকা। ২,৭৫৩ টি লেনদেনের মাধ্যমে মোট ৪১.৮৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৯৬.৬৪ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,৮৬০.৩১ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৬.৮৩ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৭০.৯৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১১.৪৪ পয়েন্ট কমেছে, যা হলো ৮৯২.৩৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৮.৮১ পয়েন্ট কমেছে, যা হলো ১,৯৭৭.৫৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৪,৩৩৬.২০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৩,৪০৯.১৬ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮২ টির, দাম কমেছে ১০০ টির আর অপরিবর্তিত রয়েছে ২৮ টির।

পূর্ববর্তী নিবন্ধঈদুল আজহায় শুভর সিনেমা
পরবর্তী নিবন্ধইরানি বন্দরে বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮