সিএসইতে লেনদেন ৬.৭৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ৮ জানুয়ারি, ২০২৫ at ৮:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৬.৭৩ কোটি টাকা। ১,৯৬৬ টি লেনদেনের মাধ্যমে মোট ২৭.২৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৬.৮০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৫০২.২৮ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.৩১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১৪.৫১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৩.০৩ পয়েন্ট কমেছে, যা হলো ৯৩৩.১৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৪.৪০ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,০৮২.৪৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৪,৩২৫.৬৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫১,৬৯৮.৪১ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ১১৫ টির, দাম কমেছে ৬১ টির আর অপরিবর্তিত রয়েছে ৩০ টির।

পূর্ববর্তী নিবন্ধনতুন বছরের শুরুতেই কাছাকাছি ইয়াশ-তটিনী
পরবর্তী নিবন্ধব্রিকসের পূর্ণ সদস্য হল ইন্দোনেশিয়া