সিএসইতে লেনদেন ৬.৭২ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৬ জানুয়ারি, ২০২৬ at ৭:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয় ৬.৭২ কোটি টাকা। ৮২১টি লেনদেনের মাধ্যমে মোট ১০.৩৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫.৯৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৯২১.৭৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.১১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৭৭.০৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.৫২ পয়েন্ট কমেছে, যা হলো ৮৫২.৩০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ১১.৭৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,৮০০.৩১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯০,৬৬৩.৯০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৯,৯৪২.০২ কোটি টাকা। সিএসইতে ৬৩১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৫৮টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৫টির, দাম কমেছে ৬৯টি আর অপরিবর্তিত রয়েছে ২৪টির।

পূর্ববর্তী নিবন্ধইতিবাচক ফোনালাপের কথা জানালেন ট্রাম্প, ভেনেজুয়েলার রদ্রিগেজ
পরবর্তী নিবন্ধমস্কোর শান্তি প্রস্তাবে সম্মত হতে ইউক্রেনের সময় ফুরিয়ে আসছে : ক্রেমলিন