চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৬.৭১ কোটি টাকা। ২,০৮৫টি লেনদেনের মাধ্যমে মোট ৩৭.৬৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৩২.১৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৩২৯.৫৬ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১০.৪৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৯৭.৪৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৭.৪৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯১০.৩৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ১১.৭৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ২০৩৬.০৬ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭০৫,১৭২.৪৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,২৯৯.৬১ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৭টির, এর মধ্যে দাম বেড়েছে ১২৬টির, দাম কমেছে ৭৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টির।