সিএসইতে লেনদেন ৬.৬৭ কোটি টাকা

আজাদী ডেস্ক  | বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৫:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৬.৬৭ কোটি টাকা। মোট ২,৭৮০টি লেনদেনের মাধ্যমে মোট ৩০.১৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৫০.৭৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৯০৫.৩০ পয়েন্ট এবং সিএসই৫০ মূল্যসূচক ২৬.২৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৫৬.৭১। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১১.০৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৪৭.০৬ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৭২.৭৯ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭২০,৬৩৫.৬৫ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,২৯৯.৬১ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৫৩টির। এর মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, দাম কমেছে ৮০টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টির।

পূর্ববর্তী নিবন্ধফকির আলমগীরকে হারানোর চার বছর
পরবর্তী নিবন্ধপাকিস্তানে ইমরান খানের দলের আট নেতার ১০ বছরের কারাদণ্ড