সিএসইতে লেনদেন ৬.৬৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ৯:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৬.৬৪ কোটি টাকা। ২,৮৪৭ টি লেনদেনের মাধ্যমে মোট ২৩.১০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪২.২৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৪৭৮.২২ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.২০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০২.৬২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ২.০৫ পয়েন্ট বেড়েছে যা হলো ১,১৬৩.৩৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ১১.৮৬ পয়েন্ট কমেছে, যা হলো ২,২১৫.০৫ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৬৩,৭৪৩.২৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪২৫,৫২৫.৫৮ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৫৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬১ টির, কমেছে ২৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৬ টির।

পূর্ববর্তী নিবন্ধবড়দের বিশ্বকাপ জেতাই এখন স্বপ্ন তানজিদ তামিমের
পরবর্তী নিবন্ধব্রিটিশ মিউজিয়াম থেকে উধাও স্বর্ণালঙ্কার-রত্নপাথর