সিএসইতে লেনদেন ৬.৬১ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ১ মে, ২০২৩ at ১০:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রবিবার লেনদেন হয়েছে ৬.৬১ কোটি টাকা। ৩,৮৮৩ টি লেনদেনের মাধ্যমে মোট ১৬.৫৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৪.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৪৫১.৯১ পয়েন্টে। সিএসই৫০ মূল্যসূচক ০.৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩১৬.৭৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৬১.০৪ পয়েন্টে।

সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ০.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৭০৯.৮৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫০,৩৮৭.৮০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১১,৭৪০.৮৮ কোটি টাকায়। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩১ টির, কমেছে ৫৮ টির আর অপরিবর্তিত রয়েছে ১১৭ টির।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম দিনেই ব্যাকফুটে স্বাগতিক যুবারা
পরবর্তী নিবন্ধধূমপান ছাড়তে খাঁচা দিয়ে নিজের মাথা, মুখ আটকে দিলেন যুবক!