চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৬.৫১ কোটি টাকা। ২,৮৭১ টি লেনদেনের মাধ্যমে মোট ২৮.২৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৮.১৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৫৩৩.৪১ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৫.১৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১৪.০৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.৮২ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৪৮.৫৯ পয়েন্টে । সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,০৮০.০৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭০২,৭১৪.৩৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৬,৪৭৮.৬৭ কোটি টাকা । সিএসইতে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯২ টির, দাম কমেছে ১১২ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪ টির ।