চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ৬.৫১ কোটি টাকা। ২,৪৩৫ টি লেনদেনের মাধ্যমে মোট ২৮.০১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৩.৯১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৫৫৮.৭০ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.৩৩ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৪.২৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৩.৭৫ পয়েন্ট কমেছে, যা হলো ৯৩৬.৪৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৭৮.৮৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,০৫৫.৩৫ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭০০,০১২.৫১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৬,৩৪৬.০১ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ১১৩ টির, দাম কমেছে ৭৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬ টির ।