সিএসইতে লেনদেন ৬.৪৮ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১১ এপ্রিল, ২০২৫ at ১২:৩১ অপরাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৬.৪৮ কোটি টাকা। ১,৭৪৩ টি লেনদেনের মাধ্যমে মোট ২৩.৩৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২০.৯৮ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৫০৯.৩৭ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ২.৮৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৮.৮৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.৪৭ পয়েন্ট কমেছে, যা হলো ৯৪৯.৪৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক আজ অপরিবর্তিত ছিল, যা হলো ২,০৮০.০৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭০৪,৮৭৮.১৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৭,৯৭৮.৬৭ কোটি টাকা। সিএসইতে ৬৪২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯৭ টির, দাম কমেছে ৮৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন অস্ত্র রপ্তানি সহজ করতে নির্বাহী আদেশে সই ট্রাম্পের
পরবর্তী নিবন্ধডোমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসের ঘটনায় নিহত বেড়ে ১৮৪