সিএসইতে লেনদেন ৬.৩৯ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ৫ মে, ২০২৫ at ১১:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ৬.৩৯ কোটি টাকা। ১,৭২৬ টি লেনদেনের মাধ্যমে মোট ১৬.৫৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ০.০৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৮০৫.৩৯ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.২২ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৬২.৬৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.৩৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯৮.৩৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত, যা হলো ১,৯৮৩.৬১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৮৪,১০৪.৮৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৫,৪০৯.১৬ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ১২০ টির, দাম কমেছে ৬১ টির আর অপরিবর্তিত রয়েছে ২৩ টির।

পূর্ববর্তী নিবন্ধআশিক বন্ধুর লেখা গান গাইলেন শাহনাজ বেলী
পরবর্তী নিবন্ধ১৫ ঘণ্টার সংবাদ সম্মেলন, মালদ্বীপ প্রেসিডেন্টের বিশ্বরেকর্ড