চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৬.৩৪ কোটি টাকা। ২,৪২৪ টি লেনদেনের মাধ্যমে মোট ৩০.৭৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৩.৪৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৬০২.২০ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১.৮৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১০৬.১২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৪.৪৬ পয়েন্ট কমেছে, যা হলো ৯৪০.৮৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ১৭.৪৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,০৭২.৭৮ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭০১,৭৩৯.৪০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৬,৩৪৬.০১ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০৬ টির, দাম কমেছে ৬৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।