সিএসইতে লেনদেন ৬.১২ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৩ জানুয়ারি, ২০২৩ at ১০:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ৬.১২ কোটি টাকা। গতাকাল ৪,৪২৬ টি লেনদেনের মাধ্যমে মোট ১৩.৩৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৪.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,২৫৮.৭২ পয়েন্টে। সিএসই-৫০ মূল্যসূচক ০.৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩১৮.৫৪ তে।

এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স-এর মূল্যসূচক ৩.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৫২.৪৭ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স-এর মূল্যসূচক আজ অপরিবর্তিত ছিল যা হল ১,৯৭৫.৫৬ পয়েন্ট।

গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৬,৭২৬.৩৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১২,৫১৬.৮৭ কোটি টাকায়।

সিএসইতে ৬৩১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৪৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭ টির, কমেছে ৫১ টির আর অপরিবর্তিত রয়েছে ৮৯ টির ।

পূর্ববর্তী নিবন্ধশেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্‌ আন্তঃউপজেলা চট্টগ্রাম পর্বের উদ্বোধন
পরবর্তী নিবন্ধ৪০০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের