সিএসইতে লেনদেন ৬.০৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ at ৫:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৬.০৭ কোটি টাকা। ৩,০৮২ টি লেনদেনের মাধ্যমে মোট ২৬.৯৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬৯.৮৯ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,০৬৫.৩৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.৮০ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৮০.৭৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.৯২ পয়েন্ট কমেছে, যা হলো ৯১৫.৫২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত আছে, যা হলো ১৯৮৬.৩৬ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭০০,৬৭০.১৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৩,১৭১.৪৮ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৭ টির, দাম কমেছে ১২৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে সন্তানদের নিয়ে পরীমণি
পরবর্তী নিবন্ধঅর্থায়ন : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা