সিএসইতে লেনদেন ৬.০৪ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৬ নভেম্বর, ২০২৩ at ৯:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হয়েছে ৬.০৪ কোটি টাকা। ২,৫৪১ টি লেনদেনের মাধ্যমে মোট ১৫.৭৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১.৬৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৮,৫৭১.৩৭ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.২১ পয়েন্ট কমেছে, যা হলো ১,৩০৮.৪৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.৪৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৭২.০১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ২.৬৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৫৭৯.৯৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৭৪,৪৬৬.৩৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩২,৯৯৯.৪৩ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৪৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬১ টির, কমেছে ৩৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৫২ টির।

পূর্ববর্তী নিবন্ধডানা মেলেছে সুবর্ণা রহমানের ‘ইচ্ছে ফড়িং’
পরবর্তী নিবন্ধনেতানিয়াহুর বাসভবনের বাইরে ব্যাপক বিক্ষোভ