চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রবিবার মোট লেনদেনের পরিমাণ ৬৬.৩৬ কোটি টাকা। মোট ২২,৪১৮ টি লেনদেনের মাধ্যমে মোট ২.৩৩ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১২২.২৮ পয়েন্ট বেড়ে দাড়ায় ১৬,৩৩১.১৭ পয়েন্টে । সিএসই-৫০ সূচক ১০.২৯ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১২৩৮.৬৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ৬.৭৪ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১০২৩.১৯ তে। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাড়িয়েছে ৪০৯,০৫৩.৯৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ৮২,৭০১.৯৮ কোটি টাকায়। সিএসই’তে ৩৪৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৭৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৪১ টির, কমেছে ৯৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭ টির। প্রেস বিজ্ঞপ্তি।