সিএসইতে লেনদেন ৬২৩.০৫ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩০ অক্টোবর, ২০২৩ at ১০:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হয়েছে ৬২৩.০৫ কোটি টাকা। ১,৪৩৪ টি লেনদেনের মাধ্যমে মোট ১৯.৩৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ০.৪৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৫৮৭.১৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.১২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৭.৪২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.৫০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৬৯.৪২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৩০৫.৯৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৫৯৪.৩৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৭৮,৩০১.০২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৭,৬৫৩.৫২ কোটি টাকা। সিএসইতে ৬৩১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১২৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪০ টির, কমেছে ৩৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮ টির।

পূর্ববর্তী নিবন্ধজীবনের নানা মুহূর্তকে রাঙিয়ে দেয় সংগীত
পরবর্তী নিবন্ধফিলিস্তিন নিয়ে মার্কিন হুঁশিয়ারি মানবে না ইরান