সিএসইতে লেনদেন ৫.৮৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ১১:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ৫.৮৪ কোটি টাকা। ২,৪২৪ টি লেনদেনের মাধ্যমে মোট ২৩.৭২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২.৪৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৫৩৪.৭৯ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৫.২৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৪.৫৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.৬৫ পয়েন্ট কমেছে, যা হলো ৯৩২.৬৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৭৬.৫১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৮,৮৮০.৪০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৬,৩৪৬.০১ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯৫ টির, দাম কমেছে ৮৪ টির আর অপরিবর্তিত রয়েছে ২৩ টির।

পূর্ববর্তী নিবন্ধহৃদরোগে আক্রান্ত তপন চৌধুরীকে পরানো হল দুটি রিং
পরবর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত