সিএসইতে লেনদেন ৫.৬৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৭:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৫.৬৬ কোটি টাকা। ৭৭৬ টি লেনদেনের মাধ্যমে মোট ৮.১২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৮.৬৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৮৮৫.৭১ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ২.৯০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৭৩.৫৬ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.২২ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৫৩.৯৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ১৫.২৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,৮২৫.৯৮ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮৯,২১৪.৮৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৯,৯৩৯.০৩ কোটি টাকা। সিএসইতে ৬৩১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬১ টির, দাম কমেছে ৬৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৩২ টির।

পূর্ববর্তী নিবন্ধগাজায় হামাসের পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাকে হত্যা করল ইসরায়েল সমর্থিত গোষ্ঠী
পরবর্তী নিবন্ধফিলিস্তিনি লেখিকাকে নিষিদ্ধ করায় অস্ট্রেলিয়ায় শীর্ষ লেখক উৎসব বাতিল