চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৫.৫৫ কোটি টাকা। মোট ২,২৪৪টি লেনদেনের মাধ্যমে মোট ১৯.৯০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৮৪.৯৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,১৫৭.০৩ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ২.৮০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৯০.০৩।
এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৯.১৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৯৯.৬৫ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্স ৩.৯৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ৩,০৫৮.৪৫ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯১,৬৯৯.০২ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৩,৩০৯.২৫ কোটি টাকা। সিএসইতে ৬৪৪ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২৩টির। এর মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ৭৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টির।