চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৫.৫১ কোটি টাকা। ২,৮০৯ টি লেনদেনের মাধ্যমে মোট ২৪.৩৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০.০১ পয়েন্ট কমেছে, যা হলো ১৮,৪৬৯.২৯ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.৮৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,৩০২.১৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.১৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৬৭.১৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৫.৬৯ পয়েন্ট কমেছে, যা হলো ২,৫৮২.৭১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৬৭,৬১৭.৪৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪২৮,৪৯৪.২৭ কোটি টাকা। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৩১ টির, এর মধ্যে দাম বেড়েছে ২৭ টির, কমেছে ৪৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৬১ টির।