সিএসইতে লেনদেন ৫.৪৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ at ৭:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৫.৪৪ কোটি টাকা। মোট ১,৩৮২টি লেনদেনের মাধ্যমে মোট ১৮.৫৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬.৯১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৫১৮.৪৪ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ১.৩১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১১.১১। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১.৪৪ পয়েন্ট কমেছে, যা হলো ৯৪৭.৭৭ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ২৬.২১ পয়েন্ট কমেছে, যা হলো ২,১২৬.২৫ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৪,২৬৫.২০ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫২,০৭৩.৪১ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৯টির। এর মধ্যে দাম বেড়েছে ৬৬টির, দাম কমেছে ১০৩টির আর অপরিবর্তিত রয়েছে ২০টির।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারের মারমেইডে বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল
পরবর্তী নিবন্ধইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৭ মৃত্যু, নিখোঁজ ১৩