সিএসইতে লেনদেন ৫.৪৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৮ নভেম্বর, ২০২৪ at ৭:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৫.৪৪ কোটি টাকা। মোট ২,৬০২টি লেনদেনের মাধ্যমে মোট ২৫.৫৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৩৭.৩১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৪৬৯.৪৯ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ১২.১১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১০৫.৮৪। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১২.৪২ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৩২.৪২ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৭৬.৫১ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৮,৪৩১.৫৭ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৬,৩৪২.৬৪ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৩টির। এর মধ্যে দাম বেড়েছে ১৪৩টির, দাম কমেছে ৫২টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টির।

পূর্ববর্তী নিবন্ধডিসেম্বরে আসছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান ‘ইনবক্স’
পরবর্তী নিবন্ধবিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের মৃত্যু