চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয় ৫.২৭ কোটি টাকা। ৮৯৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৯.৯৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬.২৮ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,৬১০.৮১ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.০০৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৪৬.২৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.৬৬ পয়েন্ট কমেছে, যা হলো ৮৫০.৮৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ১৬.৭৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৬৬৪.০২ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৮৪,৭৮৫.৬৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭১,২২৮.৬৫ কোটি টাকা। সিএসইতে ৬৩২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৪৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৭ টির, দাম কমেছে ৭১টি আর অপরিবর্তিত রয়েছে ১৭টির।








