সিএসইতে লেনদেন ৫.১৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ৩ মার্চ, ২০২৫ at ১:০৫ অপরাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ৫.১৬ কোটি টাকা। ২,২২৩ টি লেনদেনের মাধ্যমে মোট ১৬.৮৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৫.৫৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৬০৭.৪৪ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.৩৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৯.৬০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.০১ পয়েন্ট কমেছে, যা হলো ৯৪৫.৬৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,১০৩.৭৭ পয়েন্ট। দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭০৪,৪৩৪.৮৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৩,৯৭৮.৬৭ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৬ টির, দাম কমেছে ৯৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৩০ টির।

পূর্ববর্তী নিবন্ধফের সত্য ঘটনার ছায়া মাড়ালেন রায়হান রাফী
পরবর্তী নিবন্ধধ্বংসস্তূপে ফিলিস্তিনিদের সেহেরি-ইফতার