সিএসইতে লেনদেন ৫.০৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২৪ অক্টোবর, ২০২৩ at ৬:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হয়েছে ৫.০৫ কোটি টাকা। ১,৮১৯ টি লেনদেনের মাধ্যমে মোট ১১.২২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩.৬৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৫৮৮.৯৫ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.০১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৭.৭৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.৩৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৬৯.১৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ২০.৫৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,২৪৬.১৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৭৫,১৯৫.৬০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৫,১১৭.৩৯ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৩৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩৭ টির, কমেছে ৫০ টির আর অপরিবর্তিত রয়েছে ৫১ টির।

পূর্ববর্তী নিবন্ধবিটিভির জন্য বঙ্গবন্ধু টানেলের থিম সঙ্গীত
পরবর্তী নিবন্ধএআই রে-ব্যানের সহায়তায় সন্তানের চুল বাঁধলেন জাকারবার্গ