সিএসইতে লেনদেন ৫৭.৩৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২ জানুয়ারি, ২০২৫ at ১১:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৫.৭৩ কোটি টাকা। মোট ১,৫০১টি লেনদেনের মাধ্যমে মোট ৩৮.৮৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৮.৭০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৫১২.০৫ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ৪.৩৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১৬.৩২। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.২১ পয়েন্ট কমেছে, যা হলো ৯৩৩.০১ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ১৯.৭৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,৯৯৭.৫০ পয়েন্ট।

গতকাল দি শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৭,৫৭৫.৪৮ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৪,৬৯৮.৪১ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭০টির। এর মধ্যে দাম বেড়েছে ৭০টির, দাম কমেছে ৭৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

পূর্ববর্তী নিবন্ধলায়লার কণ্ঠে আশিক বন্ধুর গান
পরবর্তী নিবন্ধএনজিওতে নারীকর্মী নিতে মানা, বাড়ির জানালাও হবে তালেবানি নিয়মে