সিএসইতে লেনদেন ৫৫.৮৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ at ১১:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৫৫.৮৩ কোটি টাকা। মোট ২,০৯৭টি লেনদেনের মাধ্যমে মোট ২.৯৩ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৯.০৩ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৩৫৫.২৪ পয়েন্ট এবং সিএসই৫০ মূল্যসূচক ৫.৯৩ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৯৫.১৮। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.৩২ পয়েন্ট কমেছে, যা হলো ৯৬৪.৬৪ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ০.৪০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৯৬০.৫১ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৩১,১৮১.৪২ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৮,৩০১.৪৭ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৯টির। এর মধ্যে দাম বেড়েছে ৮১টির, দাম কমেছে ১০৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টির।

পূর্ববর্তী নিবন্ধজুলাই অভ্যুত্থান দিবসে ভাটিয়ারিতে ব্রেকফাস্ট গলফ টুর্নামেন্ট
পরবর্তী নিবন্ধভারতের উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি ও বন্যায় নিখোঁজ ৫০