সিএসইতে লেনদেন ৫৪.০৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ at ৯:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ৫৪.০৩ কোটি টাকা। ১,৫৪৮ টি লেনদেনের মাধ্যমে মোট ৪৬.৭১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৮.৯৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৪০১.৭৭ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.৬২ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১০.০৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৩.২৩ পয়েন্ট কমেছে, যা হলো ৯২৯.৫০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ২.১৩ পয়েন্ট কমেছে, যা হলো ২,১৬৭.৪০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯২,৯৪৩.০৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫১,৫৯৮.৪১ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫০টির, দাম কমেছে ১১৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৩০ টির।

পূর্ববর্তী নিবন্ধওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের ২৫ বছর পূর্তি
পরবর্তী নিবন্ধদক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনের বেতন বৃদ্ধি, সমালোচনার ঝড়