চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হয়েছে ৫৩৩.১৫ কোটি টাকা। ৩,০৩৭টি লেনদেনের মাধ্যমে মোট ১৬.৩৪ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৫.৩৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৬৬৬.৯৮ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.৪৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৯.০১–তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৮৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৭৫.৬৪ পয়েন্টে। সিএসই এসমেঙ ইনডেক্স–এর মূল্যসূচক ৯.০৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,১২৪.৬৫ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৬৭,৩৯৩.২৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪২৫,৫২৭.২৯ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭১টির, এর মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ৪০টির আর অপরিবর্তিত রয়েছে ৬৯টির।