চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ৫২.২৭ কোটি টাকা। ৩২,৪০৯ টি লেনদেনের মাধ্যমে মোট ২.৪৩ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৯০.৭৭ পয়েন্ট কমে দাঁড়ায় ২০,২৯৮.৫৯ পয়েন্টে । সিএসই-৫০ সূচক ১৪.৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৫০০.১১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ১১.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,২৬৫.৭০ পয়েন্টে। সিএসইএসমেক্স গতকাল অপরিবর্তিত রয়েছে যা হলো ৬৩৩.৪১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮৬,১৩৪.৩১ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৯,৩৫৭.১৪ কোটি টাকায়।
সিএসইতে ৩৭৩ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩০৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৪ টির, কমেছে ২২৮ টির আর অপরিবর্তিত রয়েছে ২৩ টির। প্রেস বিজ্ঞপ্তি।