সিএসই’তে লেনদেন ৫০.৫০ কোটি টাকা

| মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২০ at ১০:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার মোট লেনদেনের পরিমাণ ৫০.৫০ কোটি টাকা। মোট ৯,১২০টি লেনদেনের মাধ্যমে মোট ১.৪৭ কোটি শেয়ার হাতবদল হয়েছে ।
প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৮৫.৭৭ পয়েন্ট বেড়ে দাড়ায় ১৪,০৬৭.৬৭ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৬.৩৬ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১,০১৩.২৭ তে।
তাছাড়াও সিএসই শরিয়াহ ইনডেঙ ২.৯৮ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৯০৩.৮২ তে।
দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাড়িয়েছে ৩২৬,৭৫২.৮৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ৭৫,০২৮.৮৬ কোটি টাকায়। সিএসই’তে ৩৩৫ স্ক্রিপ্ট এর মধ্যে লেনদেন হয়েছে ২৬০টির, এর মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ৮৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআর্থিক প্রতিষ্ঠানেও কিস্তি না দিলে খেলাপি নয়
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও মাশরাফির খেলা অনিশ্চিত