সিএসইতে লেনদেন ৪.৮২ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ৩০ ডিসেম্বর, ২০২৪ at ১১:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ৪.৮২ কোটি টাকা। ১,৪৭৮ টি লেনদেনের মাধ্যমে মোট ১৬.১৫ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৬.১৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৪৭১.৬০ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ২.৫৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১০৯.৪৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.৯৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৩০.৯৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ০.৬১ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,০১৪.৮৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৫,৭৭১.৬৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৪,৬৯৮.৪১ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯২ টির, দাম কমেছে ৫৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪ টির।

পূর্ববর্তী নিবন্ধকবি নজরুল একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তী নিবন্ধএবার এইচ-১বি ভিসা বিতর্কে মাস্কের সঙ্গে সুর মেলালেন ট্রাম্প