সিএসইতে লেনদেন ৪.৭৯ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ at ৭:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৪.৭৯ কোটি টাকা। মোট ১,৫৫৫টি লেনদেনের মাধ্যমে মোট ২২.৭৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭৫.৩৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৩৬৪.৪৪ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ৬.২৩ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৮৯.২১। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৫.২১ পয়েন্ট কমেছে, যা হলো ৯৩০.৫৮ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ৪২.৭২ পয়েন্ট কমেছে, যা হলো ২,০৩৭.২২ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮৯,৮২৩.৬৯ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫১,৬৯৬.০১ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৫টির। এর মধ্যে দাম বেড়েছে ৪০টির, দাম কমেছে ১১৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

পূর্ববর্তী নিবন্ধফারুক তাহেরের ‘হৃদয়ে মানবতা কণ্ঠে কবিতা’
পরবর্তী নিবন্ধআসাদকে নিরাপদে সরিয়ে নিয়েছে রাশিয়া