চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয় ৪.৭৬ কোটি টাকা। ৯২৬ টি লেনদেনের মাধ্যমে মোট ৩১.৫৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭৪.৩৭ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,৩২৬.৮২ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৪.৭৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৪১.৪২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৩.৯৬ পয়েন্ট কমেছে, যা হলো ৮৪০.২৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ১৮৮.৪৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,৫৩৫.৯৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৮০,২৩৩.৩০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৩,৬৭৩.৯০ কোটি টাকা। সিএসইতে ৬৩৭ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৪৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৭ টির, দাম কমেছে ৮২টি আর অপরিবর্তিত রয়েছে ১৭টির।







