সিএসইতে লেনদেন ৪.৭৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয় ৪.৭৪ কোটি টাকা। ৭৬৫ টি লেনদেনের মাধ্যমে মোট ৮.৬৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৩.০৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,২৯০.৩৪ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৫.১৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১০৪.৫১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৬.৩৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৭৩.৪৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ০.৬৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৮৪৬.৬০। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৬,৭৩৪.৫২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৭,৩৪৪.৫২ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬১ টির, দাম কমেছে ৭৪টি আর অপরিবর্তিত রয়েছে ৩১টির।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ গর্ব করে বলতে পারে, আমাদের একজন রুনা লায়লা আছেন : আলমগীর
পরবর্তী নিবন্ধমেক্সিকোর ফুটবল মাঠে ১১ জনকে হত্যা করেছে সশস্ত্র হামলাকারীরা