চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৪.৭২ কোটি টাকা। ১,৬৩১ টি লেনদেনের মাধ্যমে মোট ১৮.০৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৭.৯১ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৩৫১.৯১ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৩.৪৩ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৯৬.৩৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৫.১৪ পয়েন্ট কমেছে, যা হলো ৯৩৪.৫৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ১২.৮০ পয়েন্ট কমেছে, যা হলো ২,১৫৪.৫৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯১,৮২১.৪৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫২,০৯৮.৪১ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৭টির, দাম কমেছে ৯৬ টির আর অপরিবর্তিত রয়েছে ২৫ টির।