সিএসইতে লেনদেন ৪.৭১ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ১৬ জুলাই, ২০২৫ at ১২:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হয়েছ ৪.৭১ কোটি টাকা। ১,৭৯৬ টি লেনদেনের মাধ্যমে মোট ২২.২৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫.৮৯ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,০৯১.৫৭ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.৫৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৮০.০৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.৬৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯৮.২৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল ২৬.২১ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,০২৪.৩০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৯,৮৯৮.৭২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,২৯৯.৬১ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০৭ টির, দাম কমেছে ৯৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩০ টির।

পূর্ববর্তী নিবন্ধএই সম্মান মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে : আনোয়ারা
পরবর্তী নিবন্ধইয়েমেনে ভারতীয় নারী নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর পেছাল