সিএসইতে লেনদেন ৪.৫৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ৪.৫৪ কোটি টাকা। ২,০১৩ টি লেনদেনের মাধ্যমে মোট ১৮.৮৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৪.৯৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৫০৪.৫০ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৫১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১০৭.৫৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৩.৯৫ পয়েন্ট কমেছে, যা হলো ৯৩৯.০২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৫.১৫ পয়েন্ট কমেছে, যা হলো ২,১৩৮.৬৮ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭০২,১৪২.৯১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৯,৯৭৮.৬৭ কোটি টাকা । সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৩ টির, দাম কমেছে ৯৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৪ টির।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে একযুগ পর মঞ্চনাটক
পরবর্তী নিবন্ধকুম্ভ মেলা : দিল্লি স্টেশনে হুড়োহুড়িতে নিহত ১৮