চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৪.৪১ কোটি টাকা। মোট ২,৮৫৩টি লেনদেনের মাধ্যমে মোট ৩০.৬৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫৪.০২ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,০১১.৩৩ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ৩.৬০ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৭৭.১৪। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৩.৫৭ পয়েন্ট কমেছে, যা হলো ৯১১.৯৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক অপরিবর্তিত আছে, যা হলো ১৯৮৬.৩৬ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৯,৭৬০.২১ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৩,১৭১.৪৮ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৭টির। এর মধ্যে দাম বেড়েছে ৭২টির, দাম কমেছে ১১৩টির আর অপরিবর্তিত রয়েছে ২২টির।