সিএসইতে লেনদেন ৪.১৯ কোটি টাকা

আজাদী ডেস্ক | রবিবার , ২৫ মে, ২০২৫ at ৮:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল শনিবার লেনদেন হয়েছে ৪.১৯ কোটি টাকা। ১,২৬৭ টি লেনদেনের মাধ্যমে মোট ১৯.৫৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৯১.৫৪ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,২৯৩.৮৮ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৯.৩২ পয়েন্ট কমেছে, যা হলো ১,০২৮.৩৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৬.১৯ পয়েন্ট কমেছে, যা হলো ৮৫৫.৫৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ২৫.৪৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,৯৪১.৩২ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৭৪,৯৮৫.০৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭০,৪৩৬.৪৪ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৬ টির, দাম কমেছে ৯৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৩০ টির।

পূর্ববর্তী নিবন্ধশিল্পী লিটন দাশের একক সংগীতানুষ্ঠান
পরবর্তী নিবন্ধএকদিনেই প্রায় ৮০০ যুদ্ধবন্দি মুক্তি দিল রাশিয়া-ইউক্রেন