চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৪.১৫ কোটি টাকা। ১,৮১২ টি লেনদেনের মাধ্যমে মোট ১৯.৮৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৯৯.৭০ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৩০২.৫৯ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১৫.০২ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০২.৯২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১১.৫১ পয়েন্ট কমেছে, যা হলো ৯২৬.৬৬ পয়েন্টে।
সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৩৫.৬১ পয়েন্ট কমেছে, যা হলো ২,২৯২.৮৮ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯২,২০৯.৭৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৫,৪২৩.৫৯ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩৯ টির, দাম কমেছে ১৩০ টির আর অপরিবর্তিত রয়েছে ১৫ টির।