চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছ ৪.১৩ কোটি টাকা। মোট ২,০১৯টি লেনদেনের মাধ্যমে মোট ৮.৩৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৩.৯৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৫৭৯.৯৩ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.৮২ পয়েন্ট কমেছে, যা হলো ১,৩০৭.৫৫। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেঙের মূল্যসূচক ১.২১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৬৯.৭৪ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ২০.৪৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,১৯৯.৯৯ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৭১,৩৪৬.৫৯ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩১,৪১২.৯৭ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৪১টির। এর মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে ৪৪টির আর অপরিবর্তিত রয়েছে ৫২টির।