চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৪.১১ কোটি টাকা। মোট ১,৩৯৪টি লেনদেনের মাধ্যমে মোট ১.৩৪ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২২.৫৭ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৪৮০.৩০ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ৩.০০ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১১.৫০। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.৪১ পয়েন্ট কমেছে, যা হলো ৯৩২.৭১ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ৬৭.১৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,১৪৯.৬২ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৩,৮১৮.৮৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫১,৬৯৮.৪১ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৩টির। এর মধ্যে দাম বেড়েছে ৭৯টির, দাম কমেছে ৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টির।