চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ৪.০৩ কোটি টাকা। ৮৩১ টি লেনদেনের মাধ্যমে মোট ৮.২১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১৬.৮৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৮৭৭.৪৪ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১০.৩৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৭১.৪২ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৬.১৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৫৪.২৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ২৪.২১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৮১৯.৯৮ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮৯,১৩৭.৮৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৯,৯৩৯.০৩ কোটি টাকা। সিএসইতে ৬৩১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৫৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪১ টির, দাম কমেছে ৯২ টির আর অপরিবর্তিত রয়েছে ২১ টির।







