সিএসইতে লেনদেন ৪৮.৩৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ৭:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৪৮.৩৫ কোটি টাকা। মোট ২,১৮৬টি লেনদেনের মাধ্যমে মোট ১.৫৪ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১২৯.৯৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৯৫৯.৭৯ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ৬.৭১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৭৫.৯৭। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৬.২৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৬৪.৪৫ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৮৫.৯৬ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৭,৪২৬.৭৭ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,৭৯৯.১১ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৩টির। এর মধ্যে দাম বেড়েছে ১৫১টির, দাম কমেছে ৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের সঙ্গে বিরোধে মাস্কের ক্ষতি ২ হাজার কোটি ডলার
পরবর্তী নিবন্ধগাজায় রাস্তার পাশে পেতে রাখা বোমায় ৫ ইসরায়েলি সেনা নিহত